আরো কিছুদিন টেস্ট ক্রিকেট খেলার জন্য অনুরোধ রইল

"//www.highperformanceformat.com/94ce5d5b4bdb890e0e25d2779d5991b9/invoke.js">

আপনার বয়স ৩৮ হোক আর ৪০, খেলাটা আপনাকেই খেলতে হবে, আমরা যতোই আপনাকে নিয়ে কথা বলি না কেনো, প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটা তো আপনাকেই করতে হবে। শুধু বাংলাদেশ কেনো বিশ্ব ক্রিকেটের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান আপনি, আপনার মতো সলিড ট্যাকনিক সম্পন্ন ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও দরকার। যিনি প্রতিপক্ষের সামনে চীনের প্রতিরোধ গড়ে উইকেট দাঁড়িয়ে থাকবেন। সেঞ্চুরির ইনিংস সাজাতে মাত্র ৫ টি বাউন্ডারি হাঁকিয়েছেন মুশি। একটা বড় ইনিংসে অভাব বোধ হয় আপনার মাঝেও এসেছিল।অভিনন্দন মুশফিকুর রহিম,  আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ১২ তম সেঞ্চুরির জন্য। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৭৬ বলে ১০০* সেঞ্চুরি পূরন করলেন মুশফিক।   শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার চতুর্থ টেস্ট সেঞ্চুরি।  শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ৯০+ এবং দুটি ৮০+ রানের ইনিংস রয়েছে মুশফিকের।  বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।  শেষটা মলিন হলে খারাপ লাগতো। তাই এই সেঞ্চুরিটা মুশফিকের দরকার ছিল।


 

Post a Comment

0 Comments